শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের নিচ দিয়ে ক্রসড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুর পৌর শহর ও পাশ্ববর্তী এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নিচ দিয়ে ক্রস ড্রেন নির্মাণসহ হরিহর নদীর সাথে সংযুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের থানা মোড়ে পৌরবাসীর উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, পৌর কাউন্সিলর সুমন দাস, সহকারী অধ্যাপক মাহমুদুল ইমরান, সঞ্জয় বিশ্বাস, বিশ্বজিত সাহা প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন