শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে বোমা উদ্ধার মামলার আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাতটি বোমা উদ্ধার মামলার আসামি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আসমত আলী চাকলাদার আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় রোববার(৬ ফেব্রুয়ারি) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসমত তালবাড়িয়া গ্রামের বারেক আলী চাকলাদারের ছেলে।

গত ২৮ জানুয়ারি রাতে যশোর র‌্যাব সদস্যরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাতটি বোমাসহ আক্তার হেজাসেনকে আটক করা করে। আক্তার ওই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

র‌্যাব দাবি করে এ সময় আক্তারের সাথে আসমত চাকলাদারও ছিলেন। কিন্তু সে পালিয়ে যায়। এ ঘটনায় দু’জনকে আসামি করে বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলায় রোববার আসমত আদালতে আত্মসমর্পণ করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন