বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ১৯৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। শুক্রবারে পরীক্ষার ফলাফলে জেলায় মোট ১৯৮ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ৩৫ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবি জিনোম সেন্টারে এদিনে যশোরের ৩১৮ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছেন ১০৪ জন।

এদিকে, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২১২ জনের মধ্যে ৯৪ জন শনাক্ত হয়েছেন। এদিন হাসপাতালের রেড ও ইয়োলোজোনে ভর্তি হয়েছেন ১৩ জন।

এপর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন ও মারা গেছেন ৫১৮ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে এক হাজার ৫৩৩ জন।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন