বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে আরও ১৯৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গত ২৪ ঘন্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ২৩ হাজার ১১৫ জন। তবে এসময়ে নতুন করে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৩১টি নমুনা পরীক্ষা করে ১০৯ এবং যশোর জেনারেল হাসপাতালে ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৮৭ জন করোনা পজিটিভ হন। এ দিন শনাক্তের হার ছিল ৪৩.৩৫ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ১৫৯ জন, অভয়গরে ১ জন, চৌগাছায় ২ জন, ঝিকরগাছায় ১৮ জন, শাশা উপজেলায় ১৫ জন, কেশবপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। যশোরে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১১৫ জন। এছাড়া মোট মারা গেছেন ৫১৭ জন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন