বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মারুফ হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মারুফ শহরের বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

আহত মারুফ জানান, তিনি একটি দোকানের কর্মচারী। এদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বেজপাড়ায় মালিককে চাবি দিতে যাচ্ছিলেন। এসময় একই এলাকার নাসির শিকদারের ছেলে শোভন শিকদার ও সাগর শিকদারসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসীম উদ্দিন জানান, আহতের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। তাকে ভর্তি রাখা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন