বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য প্রদান করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বৃহস্পতিবার রাতে ওয়ারেন্টভুক্ত ১২ জনকে জিআর, সিআর- মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বিজ্ঞ আদালতে ওই আসামিদের প্রেরণ করা হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান এর নেতৃত্বে অভয়নগর থানার অফিসার ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আসামিরা হলেন, ইসমাইল হোসেন আব্দুল্লাহ, সুমন, সিরাজুল সরদার, মোঃ লিটন, বিল্লাল হোসেন, উজ্জল খাঁ, মোঃ জনি গাজী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকাশ, মোঃ এনায়েত কবির, মোঃ রায়হান শেখ, ওসমান কবির সর্ব থানা- অভয়নগর উপজেলায়। ১২ জনকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। আসামিদের বিচারে নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন