বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ভাটা শ্রমিকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (২০) নামে এক ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কেশবপুর-চিংড়া সড়কের কাস্তা এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর-চিংড়া সড়কের কাস্তা কানা পুকুর এলাকায় শনিবার বিকেলে কেশবপুরগামী দ্রুতগতির একটি ট্রাক বাইসাইকেল আরোহী ভাটা শ্রমিক ফেরদৌসকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ফেরদৌস উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি উপজেলার রোমান ব্রিক্সস ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। এদিন বিকেলে তিনি বাইসাইকেল চালিয়ে ফতেপুর এলাকায় ভাটার সরদারের কাছে মুজুরির টাকা আনতে যাচ্ছিলেন।

এ ব্যাপারে চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন