শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যবিপ্রবি’র বাসে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কালীগঞ্জগামী বাস দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা বাসটি ভাঙচুর করে ও পিটুনীতে ৩ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জে যাওয়ার পথে দুলালমন্দিয়ার কাছে এ হামলার ঘটনা ঘটে।

বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুলালমন্দিয়ার কাছাকাছি একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড় করালে চালক বাসটি থামান। এরপর কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভাঙচুর ও ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। স্থানীয় কাউন্সিলর তার সাঙ্গপাঙ্গ নিয়ে এ হামলায় ও ভাঙচুর চালায়। এতে বাস চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।

এ ঘটনায় কাউন্সিলর মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, হামলার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় লিটন নামে একজনকে আটক করা হয়েছে”।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন