শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে অস্ত্র-গুলিসহ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশি অভিযানে সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দু’জন আটক হয়েছে। আটক শাহীন আলম নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং তার সহযোগী রাজু পুলেরহাট তফসীডাঙ্গা গ্রামের অধিবাসী।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, থানার এসআই তাপস কুমার গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় রূপদিয়া বাজার থেকে ওই দু’জনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়। আটককৃতদের মধ্যে শাহীম আলম ছাত্রলীগ নেতা কিনা জানতে চাইলে তিনি বলেন শামীমের দাবি তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন