বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে খেজুর গাছ থেকে পড়ে নিছার আলী সানা (৬০) নামে এক গাছি নিহত হয়েছেন। তিনি উপজেলার হরেরগাতী গ্রামের আবু তালেব সানার ছেলে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিছার আলী পেশায় দিনমজুর ছিলেন। শীত মৌসুমে তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতেন। এলাকায় তিনি নিছার গাছি নামে পরিচিত ছিলেন।

হরেরগাতী গ্রাম পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, রোববার দুপুরে মাঠে খেজুর গাছ কাটতে যান নিছার গাছি। নিজের ১০/১২টি গাছ কাটার পর গ্রামের শহিদুল্লাহ তরফদারের খেজুর গাছ কাটতে তিনি গাছে ওঠেন। এসময় সন্ধ্যা ঘনিয়ে আসায় অসাবধানতাবশত পা পিছলে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চালকিডাঙা বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক নিছার গাছিকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন