শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের ঝিকরগাছায় পিটুনীতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় তার ছেলে বাপ্পী (২৫) আহত হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে দেয়াড়া বাজারে জমি সংক্রান্ত বিষয়ে জুয়েল রানার সাথে প্রতিপক্ষের গোলযোগ হয়। এরই জের ধরে একই এলাকার আব্দুল মান্নান, তার ছেলে আলমসহ ৪/৫ জন জুয়েলসহ তার পরিবারের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা জুয়েল রানাকে বেধড়ক মারপিট করে। তার ছেলে বাপ্পী ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। পরে গ্রামবাসী জুয়েল রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেবার পথে শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

আহত বাপ্পিকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন