বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলার পল্লীতে পুকুরে ডুবে জান্নাতি নামে দুই বছরের এক শিশু কন্যা মারা গেছে। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মাকাপুর গ্রামে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহতের পিতা বকুল মিয়া জানান, তাদের বাড়ির সামনেই একটি পুকুর রয়েছে। শনিবার দুপুর দু’টার দিকে সবার অগোচরে জান্নাতি পুকুরে পড়ে যায়। এসময় একজন তাকে হাবুডুবু খেতে দেখে। এরপর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গ্রাম্য চিকিৎসক দেখানো হয়। পরে বিকাল ৩টা ২৫ মিনিটে জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন