শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু 

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় ইকরামুল হক নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর পূর্বপাড়া গ্রামের ভ্যানচালক এনামুল হকের একমাত্র ছেলে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে রামকৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদের পাশে নিজ বাড়ির পিছনের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে বাচ্চাটির মা রান্না করছিলেন, কোনো এক সময় বাচ্চাটি নিজেদের ঘরের পিছনে থাকা ডোবায় পড়ে যায়। সন্তানকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনের ডোবায় ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।

সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য তারিক হাসান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন