বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে দুই যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসিবুর রহমান মাহি (১৮) ও নাসির উদ্দীন (২৬) নামে দুই যুবক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝুমঝুমপুর বিসমিল্লাহ মিলের সামনে এ হামলার ঘটনা ঘটে। মাহি সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের মহিদ হোসেনের ছেলে ও নাসির শহরের ষষ্টিতলাপাড়ার রেজাউল করীমের ছেলে।

আহত হাসিবুর রহমান মাহি জানান, শনিবার দুপুর ১২টার দিকে তিনি ব্যক্তিগত কাজে ঝুমঝুমপুর বিসমিল্লাহ মিলের সামনে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুর্বৃত্ত বিদ্যুতের নেতৃত্বে অজ্ঞত ৪/৫ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অপর আহত নাসিরকে একই সময়ে শহরের ঈদগাহমোড়ে ষষ্টিতলাপাড়ার মিন্টুসহ কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মুরছালিন রহমান জানান, আহত হাসিবুরের ডান পায়ের তিন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়া নাসিরের একটি পায়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে যশোর কোতােয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনা দুটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন