Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদার না থাকায় সেবায় ব্যাহত

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ দেড় মাস যাবৎ তহসিলদার না থাকায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনিকভাবে পার্শ্ববর্তী সুফলাকাঠি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আমজাদ হোসেনকে খন্ডকালীন অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। দুটি ইউনিয়ন সামাল দিতে তিনি হিমশিম অবস্থা।

গত ২৫ অক্টোবর পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আব্দুল খালেক অবসরজনিত বিদায় নেয়ার পর থেকে
সমস্য দেখা দেয়।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তহশীলদার আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিনি পাজিয়া ভূমি অফিসের দায়িত্ব পালন করেন।

পাজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল ইসলাম জানান, কৃষকরা সাধারণত দুপুরের পর খাজনা এবং নামপত্তন এর জন্য আসেন, এখানে সার্বক্ষণিক তহশিলদার প্রয়োজন।

কৃষক শওকত আলী, মুনসুর আলী, রাশিদুল হাসান জানান, একজন তহশিলদার সার্বক্ষণিক থাকার দরকার, আমরা দুপুরের পর বিশেষত তহশিল অফিসে আসি।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, একজন তহশিলদার সার্বক্ষণিক থাকা দরকার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন