বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চাঁদা দিতে অস্বীকার করায় বালি ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

চাঁদা দিতে অস্বীকার করায় রিপন হোসেন (২৫) নামে এক বালি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যশোর শহরের শংকরপুর চোরমারা দীঘিরপাড় এলাকার ইসহাক আলীর ছেলে।

আহত রিপন জানান, তিনি এলাকায় বালির ব্যবসা করেন। দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী রাজা, আকাশ, সাব্বির তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। এ চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদের সাথে তার বিরোধ হয়। এরপর বৃহস্পতিবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা তার বালি খোলায় গিয়ে দাবিকৃত চাঁদা দিতে বলে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহান জানান, আহত রিপন হোসেনের বাম কাঁধের ওপর ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন