বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি

অভয়নগর প্রতিনিধি

যশোরে অভয়নগর পৌরসভার ৩নং ধোপাদী কবিরাজপাড়া এলাকায় মিন্টু ফারাজী নামের এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরি হয়েছে। মিন্টু ফারাজী ওই এলাকার মৃত শামছুর ফারাজীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি স্বর্ণের আংটি, একটি লকেট, একটি চেইন, স্বর্ণালঙ্কার, দামি কাপড়, অন্যান্য সামগ্রীসহ নগদ ১৫ থেকে ১৭ হাজার টাকা ও অন্যান্য জিনিস চুরি হয়। বাড়ির মালিক সৌদি প্রবাসী। তিনি বর্তমানে এক মাস আগে দেশে এসেছেন। ঘটনার রাতে তার স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির নিচ তলায় ঘুমিয়ে ছিলেন। মিন্টু ফারাজী ওই রাতে দ্বিতীয়তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

মিন্টু ফারাজী জানান, রাত ১২ থেকে ১টার সময় আমার বাড়িতে ঢুকে ছাদের পাশে থাকা গাছ বেয়ে চোরেরা ঘরে প্রবেশ করে এবং কৌশলে ঘরে আলমারী খুলে একটি স্বর্ণে আংটি, একটি লকেট, একটি চেইন,স্বর্ণালঙ্কার, দামি কাপড়, অন্য সামগ্রীসহ নগদ ১৫ থেকে ১৭ হাজার টাকা ও অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়। ভোর বেলায় তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের ভিতর আলমারী গুলো এলোমেলো। পরে বাড়ির ছাদের উপর একটি টেবিলের ড্রয়ার বক্স দেখতে পান। মেয়ের জমানো টাকা পয়সাও নিয়ে যায়।

এ বিষয়ে অভয়নগর থানার কতর্ব্যরত পুলিশের উপপরিদর্শক এ এস আই খাদিজা খাতুন জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন