বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-ঝিনাইদহ সড়কের হৈবতপুরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

তিনি চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের খোকনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে আল-আমিন মোটরসাইকেল চালিয়ে বারীনগর বাজার থেকে চুড়ামনকাটি যাচ্ছিল। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে বিপরীতমুখী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন