শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

অভয়নগরে পা পিছলে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে রেলওয়ের ওভার ব্রিজের কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার প্রেমবাগ এলাকার বনগ্রামের এয়াকুব মোল্যার ছেলে মতিয়ার রহমান (২৮) পদ্মবিলা এলাকায় একটি ব্রিজের কাজ করছিলো। সে কাজের জন্য রেললাইনের ওভার ব্রিজের ভারামাচা তৈরি করতে থাকে। এক সময় সে পা পিছলে পড়ে যেয়ে আহত হয়। এরপর তাকে স্থানীরা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

প্রতিবেশি আজিজুর রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ের নতুন সংযোগ সড়কের কাজ করতে যায় মতিয়ার। ব্রিজটির কালভার্ট নির্মাণের জন্য সে ভারা মাচা তৈরীর কাজ করতে থাকে। পরে অসাবধানতার কারণে তার পা পিছলে গেলে নিচে থাকা কনক্রিটের ওপর পড়ে আহত হয়।

এসময় তাকে উদ্ধার করে যশোরে চিকিৎসার জন্য নেওয়ার পথে রাজারহাট নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়। তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন