শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তাঁতীলীগের সাবেক নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার নারায়ন ঘোষের চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আব্দুর রহমান কাকন শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদ ছেলে।

নিহতের মা সুফিয়া বেগম জানান, রাত সাড়ে ১০টার দিকে কাকন নারান ঘোষের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। খবর পেয়ে কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, কারা কি কারণে তাকে হত্যা করেছে এই মুহুর্তে তা জানা সম্ভব হয়নি। পুলিশ জড়িতদের আটকে অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন