বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

গৃহবধূর আত্মহত্যা, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামে গৃহবধূ রিক্তা দেবনাথকে (৪০) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মৃত রিক্তার ভাই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে কমল দেবনাথ এ মামলাটি করেছেন।

আসামিরা হলেন, যশোর সদরের বসুন্দিয়া গ্রামের গোবিন্দ দেবনাথ, গৌরনাথ দেবনাথ বাবু ও বাবুর স্ত্রী গীতা রাণী দেবনাথ।

মামলায় উলে­খ করা হয়েছে, গত ২২ বছর আগে গোবিন্দ দেবনাথের সাথে রিক্তা দেবনাথের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে মেয়ে রয়েছে। ছেলে সাগরের বয়স ২০ ও মেয়ে বন্যার বয়স ১৬ বছর। গোবিন্দ দেবনাথ স্ত্রী রিক্তার সাথে সব সময় খারাপ ব্যবহারের পাশাপাশি ঠিকমত ভরণ পোষণ দিতেন না। এ নিয়ে কথা বললে রিক্তার ওপর নির্যাতন চালানো হতো। গোবিন্দ দেবনাথের পক্ষ নিয়ে অন্য আসামিরাও রিক্তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং আত্মহত্যার প্ররোচনা দিতেন। তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার দুপুরে রিক্তা দেবনাথ ঘরের আড়ার বাঁশের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন