বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুর মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সম্পাদক রুহুল আমিনের ইন্তেকাল

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুকঘর ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

পারিবারিক সুত্রে জানা গেছে, মোঃ রুহুল আমিন কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের  বাসিন্দা। তাঁর পৈত্রিক নিবাস উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। তিনি বুধবার রাতে কেশবপুরস্থ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার কন্যা বিবাহিত এক সন্তান মুজিবুর রহমান ভালুকঘর ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক ও অপর সন্তান ডাঃ জিয়াউর রহমান ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। আজ সকাল ৯ টায় তাঁর প্রথম জানাজা কেশবপুর ও জোহর বাদ ভলুকঘর ফাজিল সিনিয়র মাদ্রাসা ময়দানে দ্বিতীয় জানাজা শেষে রঘুরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক বিবৃতিতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন