শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের ঘুনির রাস্তার জলাশয় থেকে অজ্ঞাত ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। রোববার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

এসময় ফাঁড়ি পুলিশের এএসআই পিয়ারুল ইসলামসহ একদল পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এএসআই পিয়ারুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। তার গায়ে কোন আঘাতের চিহৃও নেই। তারা মৃত্যু রহস্যজনক ধারণ করে তিনি ময়না তদন্তের জন্য মৃতদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন