শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ভুয়া কাগজপত্রে ভোটার হতে এসে দু’যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে আসা দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাচন অফিস থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের রবিন আহমেদ রুলিল ও আব্দুল কুদ্দুস আলী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘আটককৃতরা ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য এর আগেও একদিন আমার কাছে এসেছিলেন। আমি তাদেরকে বুঝিয়ে ফেরত দিয়েছিলাম। এরপর বৃহস্পতিবার ওই দুই যুবক আবারও ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে যশোরে আসেন। এ সময় ওইসব কাগজপত্র যাঁচাই-বাছাই করতে গিয়ে দেখা যায়, জমাকৃত কাগজপত্রের সাথে তাদের পৈত্রিক ঠিকানার অসামঞ্জস্য রয়েছে। এতে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ ও পরে আটক করা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা ভোটার হওয়ার জন্য জমাকৃত কাগজপত্রগুলো ভুয়া বলে স্বীকার করেন। পরে যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়।’

আটক দু’জনের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারা ও ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন