বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বিপুল পরিমাণ ভারতীয় জর্দ্দা ও ক্যান্ডেলসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় জর্দ্দা ও ডায়াবেটিসের ক্যান্ডেলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃত জর্দ্দা রয়েছে ২ হাজার ৯৮৫ পিস ও ক্যান্ডেল রয়েছে ৪৯ হাজার ৮শ’ পিস। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার তিন শ’ টাকা। রোববার বেনাপোল সদরের ছোটআঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে এসব অবৈধ মালামালসহ তাদেরকে পুলিশ আটক করে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আব্দুল আজিজ (২৭) ও নামাজ গ্রামের আফজাল হোসেনের ছেলে কামাল হোসেন (৪৭)।

বেনাপোল পোর্ট থানাার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জর্দ্দা ও ক্যান্ডেল উদ্ধার করা হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকায় বেনাপোলের ওই দুই যুবককে আটক করা হয়। তাদের নামে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন