শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কেশবপুরের কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, যশোর

দুর্গাপুজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে আট দলীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মধুসূদন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ধানদিয়া নৌকা বাইচ দল, দ্বিতীয় হয়েছে সাগরদাঁড়ি বাইচ দল এবং তৃতীয় হয়েছে গোপসেনা নৌকা বাইচ দল।

মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কারের এলইডি টেলিভিশন তুলে দেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর সংসদীয় আসনের এমপি শাহীন চাকলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন