বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জনগণ লম্পট রুবেল রানা (২৮) নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

আটক যুবক সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

যুবতীর বাবা বাদি হয়ে সোমবার রাত পৌনে ১২ টায় কোতয়ালি মডেল থানায় আটক লম্পট রুবেল রানার বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় তিনি বলেছেন, তার মেয়ে (২০) ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যায়নরত। রুবেল রানা বাদীর মেয়েকে পূর্ব থেকে চিনতো ও বিভিন্ন সময় খারাপ প্রস্তাব দিতো। দুর্গাপূজার ছুটিতে বাদির মেয়ে সোমবার বিকেল সাড়ে ৫ টায় বাড়িতে আসে। এরপর রাত ৮ টায় সে বাদীর বাড়ির পূর্বপাশে টয়লেটে যায়। টয়লেট শেষে দরজা খুলতেই রুবেল রানা বাদীর মেয়েকে ধরে ধর্ষণের উদ্দেশে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় যুবতীর চিৎকারে বাদীর স্ত্রী ও মেজ ভাইসহ প্রতিবেশীরা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে রুবেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন