বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ইজিবাইক চালককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানামোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিশান নামে এক ইজিবাইক চালক গুরুতর জখম হয়েছেন। তিনি শহরের খড়কী ধোপাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ঢাকায় রেফার করা হয়েছে।

আহত নিশান জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি খড়কী থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে দড়াটানামোড় আসেন। এ সময় দড়াটানা ব্রিজের পাশে একদল অজ্ঞাত যুবক তাকে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

জেনারেল হাসপাতালের সাজারি বিভাগের ইন্টার্ণ ডাক্তার ইমন হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে নিশানের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন