শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করে ব্লাকমেইল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্লাকমেইল করার অভিযোগে রিয়াজ হোসেন (২৮) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। রিয়াজ সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ‘দোগাছিয়া বাজারে আমাদের একটি চায়ের দোকান আছে। আমার স্বামী একটি মামলায় জেলহাজতে ছিল। সেই সময় রিয়াজ প্রতি সন্ধ্যায় দোকানে চা খেতে আসতো। মাস চারেক আগে একদিন রাতে রিয়াজ আমাকে কৌশলে ধর্ষণ করে। সেই দৃশ্য সে মোবাইল ফোনে ভিডিও করে রাখে। এরপরে আমাকে সেই ভিডিও দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবে এবং এলাকার সবাইকে দেখাবে বলে হুমকি দিয়ে প্রায়ই আমাকে অসামাজিক কাজে বাধ্য করতো। বিষয়টি জেনে যাওয়ায় স্বামীও এখন আমাকে গ্রহণ করছে না। উপায় না পেয়ে আমি ঘটনাটি পুলিশকে জানাই।’

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই সুকুমার কুণ্ডু বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। রিয়াজ হোসেনকে আটক করা হয়েছে ও ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন