বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ট্রাকে ঘুমন্ত চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল বাজারে সড়কের দীঘিরপাড় এলাকায় কাজল হোসেন (৫৫) নামে এক ট্রাক চালকের মৃতদেহ রোববার সকালে তার গাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলার মৃত হোসেন আলী ফরহাদের ছেলে। ভ্যাপসা গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে সহকর্মীরা ধারণা করেছেন।

বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন জানান, কাজল ভারতে রপ্তানির পণ্য নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১১-৪৩৫৩) গত দশ দিন আগে বেনাপোল বন্দরে নিয়ে আসেন। এসময়ে বন্দরে ভয়াবহ ট্রাকজটের কারণে তিনি সড়কের পাশে রাখা ট্রাকের মধ্যেই ঘুমাতেন।

রোববার সকালে তাকে হেলপার আবুল হোসেন ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের ট্রাকের শ্রমিকদের খবর দেন। তারা এসে দেখেন কাজল হোসেন মারা গেছেন। ট্রাকের মধ্যে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কাজল মারা গেছেন বলে তাদের ধারণা।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর ঘটনা কেউ আমাদের জানায়নি বা অভিযোগ করেনি। এ কারণে বিষয়টি আমাদের জানা নেই।

উল্লেখ্য, গত প্রায় দশ দিন যাবৎ বেনাপোল বন্দরে ভয়াবহ ট্রাকজট বিরাজ করছে। এ কারণে সড়কের পাশে ভারতে রপ্তানি পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। অভিযোগ রয়েছে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে যাওয়া পণ্য ধীর নীতিতে খালাশ পক্রিয়া চালাচ্ছে। সে জন্য বেনাপোলে ট্রকের দীর্ঘ সারি পড়েছে। দিনের পর দিন ট্রাকগুলো নিয়ে অলস সময় পার করেছেন শ্রমিকরা।

 

খুলনা গেজেট/এএ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন