বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে পানিতে ডুবে তাহমিদ হোসেন (৭) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে।

শনিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ীর নিকটবর্তী ডেবায় পড়ে তার মৃত্যু ঘটে।

শিশুটির পরিবার সূত্রে জানাযায়, তিন বছর বয়সে শিশু তাহমিদ ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বাকপ্রতিবন্ধী হয়। এ ঘটনার পর থেকে তাকে চোখের সামনে রাখা হলেও ঘটনার সময় সকলের অজান্তে বাড়ী থেকে বেরিয়ে ওই ডোবায় পড়ে যায়।

ভাসমান অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জানতে চাইলে জরুরী বিভাগের চিকিৎসক দিবাকর মন্ডল বলেন, ‘ওই শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন