শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ৭৫ মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ৭৫ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে এই জন্মদিন উৎসবের আয়োজন করা হয়। উৎসব থেকে ৭৫ জন মুক্তিদ্ধোকে শুভেচ্ছা উপহার হিসেবে পানজাবি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলের সভাপতিত্বে জন্মদিন উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, কাজী তৌফিকুল ইসলাম শাপলা, দাউদ হোসেন দফাদার, শেখ সোহরাব হোসেন, মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, সাহিদুর রহমান শহিদ, সেলিম রেজা পান্নু, আবু সিদ্দিক, জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন