শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে পর্ণগ্রাফি ব্যবসায় ব্যবহৃত কম্পিউটারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

যশোরে র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক পর্ণগ্রাফি ব্যবসায় ব্যবহৃত কম্পিউটারসহ ২ জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন হুদা সাহেবের মার্কেটের বিসমিল্লাহ টেলিকম দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিসমিল্লাহ টেলিকম দোকানে কতিপয় কম্পিউটার ব্যবসায়ী অবৈধভাবে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্ণগ্রাফী সরবরাহ করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল জেলার বুড়িখালী গ্রামের তবিবুর রহমান সিকদারের ছেলে মোঃ মাসুদুর রহমান (৩১) এবং যশোর কোতয়ালী মডেল থানাধীন মোবারককাঠী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাকিব (২০)। এসময় পর্ণগ্রাফি ব্যবসায় ব্যবহৃত ২ টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি ভিজিএ ক্যাবল, ১টি ল্যাপটপ চার্জার এবং ২টি মাউস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন