শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে পরিপূর্ণ হাত-পা ছাড়া সেই লিতুন জিরার পুরস্কার লাভ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে পরিপূর্ণ হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা মেধা বিকাশের অংশ হিসেবে মুখের সাহায্যে লিখে রচনা প্রতিযোগিতায় এবার জেলা পর্যায় পুরস্কার লাভ করেছে। সে বঙ্গবন্ধুর জন্ম দিবস, জাতীয় শিশু দিবসের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতিযোগিতায় জেলা পর্যায় তৃতীয় স্থান লাভ করে। মেধাবী লিতুন জিরা উপজেলার খানপুর সাতনল গ্রামের হাবিবুর রহমান এবং জাহানারা বেগমের একমাত্র কন্যা।

এর আগে ২০২০ সালে সাতনল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সে জিপিএ ৫ এবং বৃত্তি লাভ করে। বর্তমানে প্রতিবন্ধী লিতুন জিরা উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত। মেধাবী লিতুন জিরাকে নিয়ে ইতিপূর্বে দেশ-বিদেশের গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই অংশ হিসেবে ওই সময় মেধা পুরস্কারসহ অনুদান সামগ্রী প্রদান করতে লিতুন জিরার মণিরামপুরের বাড়ীতে আসেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা।

জানাযায়, বুধবার (৮ সেপ্টেম্বর) যশোর জেলা গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের উপস্থিতিতে লিতুন জিরার হাতে উক্ত পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, এমএম বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কার্ত্তিক চন্দ্র রায়, গণগ্রন্থাগারের কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন