শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

আনসার আল ইসলামের ৪ সদস্যকে আদালতে সোপর্দ, ৫ দিনের রিমান্ড আবেদন

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানে ল্যাপটপ, মোবাইল ও উগ্রবাদী জিহাদী বইসহ আনসার আল ইসলামের ৪ সদস্য আটকের ঘটনায় থানায় মামলা হওয়ার পর ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার দুপুরে মণিরামপুর থানা থেকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। যার মণিরামপুর থানার মামলা নং-২।

মামলার বাদী হয়েছেন র‌্যাব ৬ যশোর ক্যাম্পের ডিএডি কর্মকর্তা মোঃ রিপন শিকদার। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে মণিরামপুর থানার এসআই সমেন কুমার বিশ্বাসকে। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন