বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোর বিআরটিএ অফিসে র‌্যাবের অভিযান, ৭ দালালকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিআরটিএ অফিসে রোববার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে জেল জরিমানা করা হয়েছে। এর মধ্যে দু’জনকে বিশ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম।

র‌্যাব জানায়, রবিবার বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীনের নেতৃত্বে যশোর পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সাতজনকে জেল-জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫ জনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন, অভিজিৎ কুমার দাস (৪০), গোলাম মোক্তারী (৩১), এসএম হাবিবুর রহমান (৬০), নজরুল ইসলাম (৪২), সুজন কুমার সরকার (৩০)। এছাড়া আবদুর রহমান বাকী (২২) ও কাজী আওয়াবীকে (২৫) দশ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যশোর কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন