শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় সাজাপ্রাপ্ত আসামি সহ আটক ২

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় চেক জালিয়াতি মামলায় মাহবুবুর রহমান (৩৫) নামে সাজাপ্রাপ্ত এক ইটভাটা মালিককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কমলাপুর মোড়ে অবস্থিত এইচএম ব্রিকসের একাংশের মালিক। মাহবুবুর উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের আন্দারকোটা গ্রামের বাসিন্দা।

ভাটার অংশীদারী নিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও ভাটার লেনদেন নিয়ে বিভিন্ন ব্যক্তির করা কয়েকটি চেক জালিয়াতি মামলার আসামী তিনি।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা সহকারী এসআই সুমন হোসেন বলেন, মাহবুবুর একটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি জানান, অন্য একটি পরোয়ানাভূক্ত আসামী আলমগীর হোসেন নামে একজনকেও গ্রেফতার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন