বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ফের ১২৫ মোটরসাইকেল আটক

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে একদিনে ১২৫ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট খায়রুল হক। তাঁর সাথে উপ-পরিদর্শক (টিএসআই) সাইফুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা ছিলেন।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করা হয়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট খাইরুল হক বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল গুলি আটক করে চৌগাছা থানায় দেয়া হয়েছে।

চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, নিবন্ধনহীন ছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১২৫টি মোটর সাইকেল আমাদের কাছে হস্তান্তর করেছেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন