শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ভৈরব নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ফাহিম হোসেন নাবিল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নদীতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার নওদাগ্রামে ভৈরব নদে সে ডুবে যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মহিউদ্দিন।

নিহত নাবিল যশোর সেনানিবাসের কর্মচারী মহিরউদ্দিনের ছেলে। ভোলা জেলার তমিজুদ্দিন উপজেলার বাসিন্দা মহিরউদ্দিন চাকরি সূত্রে যশোর সদর উপজেলার নওদাগ্রামে বসবাস করেন।

এসআই মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার দুপুরে নাবিল বন্ধুদের সাথে ফুলবল খেলা শেষে ভৈরব নদে গোসল করতে লাফিয়ে পড়ে। এরপর সে আর পানি থেকে উঠতে পারেনি। পরে তার লাশ উদ্ধার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন