বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে আলমসাধুর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোহাগ হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মোক্তারপুর নয়নের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহাগ উপজেলার পট্টি গ্রামের কোরবান আলীর ছেলে।

মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, এদিন সকালে সোহাগ মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর নয়নের মোড়ে পেছন থেকে একটি আলমসাধু মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সংঘর্ষে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন