বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কোতোয়ালি থানা পুলিশ একাধিক মামলার আসামি আলী রাজ বিশ্বাস মন্টু ওরফে হিটার রাজকে (১৯) আটক করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাইনিজ কুড়াল।

থানার এসআই খান মাইদুল ইসলাম সোমবার গভীর রাতে শহরের বেজপাড়া ফুড গোডাউনের পাশ থেকে তাকে আটক করেন। এরপর তার দেখিয়ে দেয়া বাড়ির রান্নাঘরের মধ্যে থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক রাজ একই এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক আলী রাজ বিশ্বাস মন্টু ওরফে হিটার রাজ শহরের বেজপাড়া এলাকার বহুল আলোচিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাদের রান্নাঘরের কয়লার বস্তার নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে থানায় এর আগেও চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন