শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

এবার মণিরামপুরে বিএনপির নেতাকর্মীর উপর হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আট বিএনপি কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মণিরামপুর উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান (৪১), রাসেল হোসেন (৩৮), হাফিজুর রহমান (৪২), সাইফুল ইসলাম (৩৮), মামুনুর রশিদ (৩৫), আনিছুর রহমান (৪৫), শফিয়ার রহমান (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫)।

আহতরা জানান, মঙ্গলবার বিকালে তারা মণিরামপুর বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মুছার বাড়ির সামনে দোয়া মাহফিলের আয়োজন করেন। এ মাহফিল চলাকালে বিকাল সাড়ে ৫ টার দিকে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মুছা জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাদের দোয়া মাহফিলে হামলা চালানো হয়েছে। এতে কমপেক্ষ ২০ নেতাকর্মী জখম হয়েছেন। এদের মধ্যে আট জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন