শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ১১২ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ৮ জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৬ জন। এছাড়া একদিনে ৪৯০টি নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ২২১ জন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৯০টি নমুনা পরীক্ষা করে ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২২ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮০টি পজিটিভ, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ১৫৫টি পরীক্ষায় ৩০টি ও জিন এক্সপার্ট ৫টি পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৭৯ জন, কেশবপুরে ৪, ঝিকরগাছায় ৭, অভয়নগরে ৪, মণিরামপুরে ২, বাঘারপাড়ায় ১, শার্শায় ২ ও চৌগাছায় ১৩ জন শনাক্ত হয়েছেন।

এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৬৭ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ২২ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন