শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনায় আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭ 

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু ও ৯৭ জনের নতুন করে শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৬১৫ টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ১৫ দশমিক ৭৭ শতাংশ।

এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৪৮২টি নমুনা পরীক্ষায় ৬৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ১২৮টি পরীক্ষায় ২৬টি, জিন এক্সপাট ৫টি পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে।

শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৬৭ জন, কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে ১ জন, মনিরামপুরে ৭ জন, শার্শায় ৪ জন ও চৌগাছা উপজেলায় ৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ১০৯ জন, সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৯২ জন ও মারা গেছেন ৪০৮ জন।

বর্তমানে হাসপাতালের রেডজোনে ভর্তি রোগী আছেন ৭১ জন ও ইয়োলোজোনে রয়েছেন ৩০ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন