শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনায় মৃত্যু ১১ জনের, শনাক্তের হার বেড়ে ২৮.৭৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১০ জন ও উপসর্গে একজন মারা গেছেন। এসময়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৫ জন।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে বুধবার ভর্তি রয়েছেন ৯০ জন ও ইয়েলোজোনে ২০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭৫ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত হন। যশোরে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৯ জন, সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫১২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৩৮৯ জন। শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৮৮ জন, কেশবপুরে ২, অভয়নগরে ৯ জন, মণিরামপুরে ৯ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ৫ জন ও চৌগাছায় ১ জন রয়েছেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন