শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কেশবপুর পৌরসভার উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর পৌরসভার উদ্যোগে দুই হাজার দুইশ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে পৌরভবন চত্বরে কর্মহীন মোটর শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজিবাইক চালক ও চায়ের দোকানদারদের মাঝে ওই খাদ্য সহায়তা প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, পৌর সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল ও আধা কেজি লবণ দেওয়া হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন