বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত বেড়ে ২৭৯ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া একদিনে এক হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩৪ জন। মোট করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৪শ’ ৮৬ জন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের এক হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২০ দশমিক ৮২ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে এক হাজার ১২১টি নমুনা পরীক্ষায় ২২৪টি পজিটিভ, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২১৩টি পরীক্ষায় ৫২টি ও জিন এক্সপার্ট ৬টি পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৯৫ জন, কেশবপুরে ৮, ঝিকরগাছায় ১৪, অভয়নগরে ১৬, মণিরামপুরে ৫, বাঘারপাড়ায় ৭, শার্শায় ১২ ও চৌগাছায় ২২ জন শনাক্ত হয়েছেন।

এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৮৯ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ৪৪ জন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন