শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চালবাহী ট্রাক উল্টে মাছের ঘেরে

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে চালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মাছের ঘেরে ভেতর পড়েছে। বুধবার বিকেলে কেশবপুর-গৌরীঘোনা সড়কের উপজেলার কন্দর্পপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফলে পানির ভেতর কিছু চাল পড়ে যায়।

উপস্থিত অনেকেই জানায়, এ সময় চাল খেয়ে ঘেরের মাছগুলো লাফালাফি শুরু করে দেয়। এতে চাল মালিকের ক্ষতি হলেও ঘের মালিকের লাভ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ট্রাক চালক শাহাবুদ্দিন জানান, দিনাজপুর বটতলী থেকে ৪২০ বস্তা চাল নিয়ে কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বুড়ুলি এলাকার আব্দুল কাদেরের মাছের ঘেরে যাচ্ছিলেন তিনি। কিন্তু কন্দর্পপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অন্য একটি পিক-আপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে মাছের ঘেরে পড়ে যায়।

এলাকাবাসী আরো জানান, কিছু চাল পানিতে পরে নষ্ট হয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাল উত্তোলনের জন্য চেষ্টা চলছে। ট্রাক চালক জানায়, এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন