শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনায় প্রাণহানি ও শনাক্ত ফের উর্ধ্বমুখী, একদিনে মৃত্যু ১২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় প্রাণহানি ও শনাক্ত ফের উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে করোনায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালের রেডজোনে ১১ জন ও উপসর্গ নিয়েিএকজন মারা গেছেন।

এর আগে রোববার যশোরে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ৯৮ জন ও ইয়েলোজোনে ৩৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯৯টি নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৪৩১টি নমুনা পরীক্ষায় ৬৮ জন, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ৩৪৩টি পরীক্ষায় ৯২ জন, জিন এক্্রপার্ট ১২টি পরীক্ষায় ৮টি পজিটিভ হয়েছেন।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩টি পরীক্ষায় কেউ শনাক্ত হননি। যশোরে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯১৬ জন, সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৬৫২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৩২২ জন। শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৮৩ জন, কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ২১ জন, মণিরামপুরে ৮ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ১৩ জন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন