শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় ট্রাক চাপায় নারী গার্মেন্টস কর্মী নিহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় আম্বিয়া সুলতানা (৪০) নামে ডিভাইন গার্মেন্টসের এক নারী কর্মী ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার দিঘড়ী গ্রামের বাসিন্দা ও গার্মেন্টসের নারী চেকার পদে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টসের এক দেড়শ ফুট দুরে কড়ইতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গার্মেন্টসের অন্য কর্মীরা এবং নিহতের ছেলে রায়হান জানান, আম্বিয়া শুক্রবার সন্ধ্যায় ডিউটি শেষে নিজের বোনের ছেলে হারুনের মটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। গার্মেন্টসের মেইন গেইট থেকে এক দেড়শ ফুট চৌগাছার দিকে আসতেই যশোর থেকে চৌগাছার দিকে আসা একটি ট্রাক (যশোর- ট-১১-০২১০) পেছন থেকে মটরসাইকেলটিকে চাঁপা দিলে তিনি মারাত্মক আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন